হাফিজের কাছে শ্রেষ্ঠত্ব হারালেন সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৭, ০৭:১০ পিএম
ফাইল ফটো

ঢাকা: প্রথম বাংলাদেশী হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির কীর্তি গড়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। দ্বিতীয় ম্যাচেও পঞ্চাশদ্ধোর্ধ ইনিংস খেলেছেন। ধারাবাহিক এই পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে সর্বশেষ আইসিসি র‌্যাংকিংয়েও। ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে মুশফিক এগিয়েছেন পাঁচ ধাপ।

প্রথম ওয়ানডেতে অপরাজিত ১১০ রানের পর দ্বিতীয়টিতে করেছেন ৬০। এটাই তাকে পাঁচ ধাপ এগিয়ে ১৮ নম্বরে তুলে এনেছে। তামিম ইকবাল আগের মতোই র‌্যাংকিংয়ের ১৬ নম্বরে রয়েছে।

দ্বিতীয় ওয়ানডেতে ২ উইকেট নিয়ে বোলিংয়ে এক ধাপ এগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন তাঁর অবস্থান ১৯ নম্বরে। তবে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের কাছে অলরাউন্ডারের শ্রেষ্ঠত্ব হারিয়েছেন সাকিব।

প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ২৯ রান করলেও বল হাতে ছিলেন উইকেট শুন্য। দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নিয়েছেন। কিন্তু ব্যাট হাতে ৫ রানের বেশি করতে পারেননি। সাকিবের এই বিবর্ণ পারফরম্যান্স প্রভাব ফেলেছে আইসিসি র‌্যাংকিংয়েও। হাফিজের কাছে হারাতে হয়েছে শীর্ষ অলরাউন্ডারের মুকুট। সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৫। পক্ষান্তরে হাফিজের রেটিং পয়েন্ট ৩৬০।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সাকিব আছেন ৩২ নম্বরে। বোলারদের র‌্যাংকিংয়ে সাকিবের পর মাশরাফি বিন মুর্তজা আছেন ২১ নম্বরে।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম