কুম্বলেকে টপকাতে চান না অশ্বিন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০১:২৪ পিএম

ঢাকা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলের বাইরে ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। তবে টেস্টে তিনি অটোমেটিক চয়েস। সেই অশ্বিনের মুখে শোনা গেল সাবেক কোচ অনিল কুম্বলের প্রশংসা।

ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট রয়েছে জাম্বোর ঝুলিতে। ৬১৯টি টেস্ট উইকেট শিকার করেছেন কুম্বলে। তাঁর ওপরে রয়েছেন দুজন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন ও লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। টেস্টে এরই মধ্যে ২৯২ উইকেট পেয়েছেন অশ্বিন। তিনি কী পারবেন কুম্বলেকে ছাপিয়ে যেতে? অশ্বিন বলছেন, ‘অনিল কুম্বলের বড় ভক্ত আমি। কুম্বলের নামের পাশে ৬১৯ টেস্ট উইকেট রয়েছে। ৬১৮ টেস্ট উইকেট পেলেই আমি খুশি হব। আর তা যদি পাই তাহলে সেটাই হবে আমার শেষ টেস্ট।’

ভারতীয় স্পিনারের আদর্শ রঙ্গনা হেরাথও। এদিন লঙ্কান এই স্পিনারকে নিয়ে অশ্বিন বললেন,‘ রঙ্গনা হেরাথ আমার অন্যতম আদর্শ। দুর্দান্ত বোলার। দীর্ঘদিন ধরে খেলে চলেছে।’ ওয়ানডে ক্রিকেটে অশ্বিন তুলে নিয়েছেন ১৫০টি উইকেট। তারপরও শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি। বোর্ডের ব্যাখ্যা, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অশ্বিন বলছেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সিদ্ধান্ত নেওয়ার লোক আমি নই। আমাকে প্রতিনিয়ত উন্নতি করতে হবে। যাতে সুযোগ পেলে সেরাটা দিতে পারি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর