সিলেটের বিপক্ষে ঝড় তুলতে পারবেন গেইল-ম্যাককালাম?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৯:২৪ পিএম

ঢাকা: বিপিএলে চার ম্যাচ খেলা হয়ে গেছে রংপুর রাইডার্সের। কিন্তু জয়ের দেখা মিলছে না। সবেধন নীলমনি হয়ে আছে রাজশাহী কিংসের বিপক্ষে পাওয়া একমাত্র জয়টি। রংপুরের আশা ছিল, ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম এলে তারা জয়ের রাস্তায় ফিরবে। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুজনের কেউই জ্বলে উঠতে পারেননি।

রংপুরকেও দেখতে হয়েছে তৃতীয় হার। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির সামনে সোমবার সন্ধ্যা ৬টায় দেখা হচ্ছে সিলেট সিক্সার্সের। এই ম্যাচেও কী রংপুরকে হতাশ করবেন গেইল-ম্যাককালাম? না কি চার-ছক্কার বন্যা বইয়ে দেবেন? এই প্রশ্নের উত্তর না হয় সময়ের হাতেই তোলা থাক।

আগের ম্যাচে রংপুরের যে দলটি খেলেছিল সেটিকেই সেরা একাদশ বলে মনে করেন দলটির মেন্টর নাজমুল আবেদীন ফাহিম। তাঁর ভাষায়, ‘আমরা প্রতিটি ম্যাচেই একই ব্যাটিং অর্ডার নিয়ে খেলিনি। কে কোন জায়গায় খেললে দল উপকৃত হবে সেই জিনিসটি এখনও নির্ধারিত হয়নি। এখন আমাদের দল যে অবস্থায় আছে আমার মনে হয় সেটাই চালিয়ে যাব। এটাই আমাদের সেরা একাদশ। কোচ-ম্যানেজমেন্ট এটা নির্ধারণ করবে । আমার মনে হয় এটা অত্যন্ত শক্তিশালী একটি দল। একটু ছন্দে ফিরলেই অনেক কিছু আশা করতে পারি।’

গেইল-ম্যাককালাম থাকার পরও রংপুরের এমন হার কেন, এর জবাবে ফাহিম বলে গেলেন, ‘এটা দুঃখজনক যে দলের শক্তি সামর্থ অনুযায়ী আমরা এখনও খেলতে পারিনি। পয়েন্ট টেবিলের তলানিতে আছি। যে দুই তিনজন একেবারেই নতুন, তারা হাই প্রোফাইল খেলোয়াড়। দু-একটা ম্যাচ সবারই প্রয়োজন হয় একটা দলের সাথে একাত্ম হতে। আমি মনে করি, আমাদের প্রথম ম্যাচটা তেমনই গেছে। আমি বিশ্বাস করি, এই দলটা যখন জেতা শুরু করবে ধারাবাহিকভাবেই জিততে থাকবে। সেই ক্ষমতা তারা রাখে কারণ তাদের ব্যাটিং, বোলিং দুটিই সমৃদ্ধ।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই