‘কোহলির পক্ষে ১২০টি সেঞ্চুরিও অসম্ভব নয়’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ০১:১৩ এএম
ফাইল ছবি

ঢাকা: ‘একমাত্র বিরাট কোহলিই পারে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে।’ ভারত অধিনায়ক সম্পর্কে এমন মন্তব্যই করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। যদিও এখনই মাস্টার ব্লাস্টারের সঙ্গে কোহলির তুলনা টানা উচিত হবে না বলেও জানিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ক্যারিয়ারে ৫০ তম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। ৬১টি টেস্টে তাঁর সেঞ্চুরি সংখ্যা ১৮৷ আর ২০২টি ওয়ানডে ম্যাচে কোহলি সেঞ্চুরি করেছেন ৩২টি। তবে ৫৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি কোহলি।

২০০৮-এ আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা কোহলি প্রায় এক দশক কাটিয়ে ফেলতে চলেছেন ‘মেন ইন ব্লু’ জার্সিতে। শোয়েব মনে করেন, ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে পারলে কোহলি অনায়াসে ছাপিয়ে যেতে পারেন সর্বকালের সেরা টেন্ডুলকারকে। তাঁর কথায়, ‘আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট। যখন রান তাড়া করার প্রসঙ্গ আসে, বিরাট কোহলির থেকে ভালো ইনিংস খেলতে আর কাউকে দেখা যায় না। এখনই ও ৫০টি সেঞ্চুরি করে বসেছে। আমি মনে করি, ওই একমাত্র ক্রিকেটার, যে শচীনের একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারে। ওর ওপর কোনও চাপ নেই। ওর উচিত মাঠে নেমে খেলাটাকে উপভোগ করা। শুধু নিজের খেলাতেই মন দেওয়া দরকার। অন্য কোনও বিষয়েই মাথা ঘামানোর প্রয়োজন নেই।’

শোয়েব আরও বলেন, ‘যদি মিসবাহ ৪৩ বছর বয়স পর্যন্ত খেলতে পারে, তবে বিরাট ৪৪ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবে না কেন? যদি এতদিন খেলতে পারে এবং রান করে যেতে পারে, তাহলে নিঃসন্দেহে ও একশোর বেশি সেঞ্চুরি করবে। এমনকি ১২০টি সেঞ্চুরি করাও অসম্ভব নয়। তবে এখনই শচীনের সঙ্গে বিরাটের তুলনা করা ঠিক হবে না। শচীন সর্বকালের সেরা। আধুনিক ক্রিকেটে কোহলি গ্রেটেস্ট।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই