গণধর্ষণে ছিলেন রবিনহো, ব্রাজিল তারকার ৯ বছরের জেল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ১২:৩৫ পিএম

ঢাকা: ধর্ষণের অভিযোগে ব্রাজিলের তারকা ফুটবলার রবিনহোকে নয় বছরের জেল হয়েছে। এই দন্ডাদেশ দিয়েছে ইতালির আদালত। ২০১৩ সালে ইতালির মিলানের নাইট ক্লাবে এক আলবেনীয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল রবিনহো ও তাঁর পাঁচ সঙ্গীর বিরুদ্ধে।

ওই মহিলাকে মদ্যপান করিয়ে গণধর্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ। রবিনহোর কারাদণ্ডের নির্দেশ দিলেও তাঁর পাঁচ সঙ্গীর কোনও খোঁজ না মেলায় তাদের বিচার আপাতত স্থগিত রাখা হয়েছে।

ইনস্টাগ্রামে একটি পোস্টেও রবিনহো লেখেন, এ ঘটনায় তিনি কোনও ভাবেই জড়িত নন। শুধু তাই নয়, তাঁর আইনজীবীর মাধ্যমেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। পাশাপাশি এটাও জানা গেছে, এই মামলার কোনও শুনানিতে এখনও পর্যন্ত ইতালির আদালতে তিনি হাজিরা দেননি।

স্যান্তোষে ফুটবল ক্যারিয়ার শুরু করেন রবিনহো। ব্রাজিলের হয়ে ১০০টি ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও। বর্তমানে তিনি ব্রাজিলে খেলছেন আটলেটিকো মিনেইরোর হয়ে। এক সময় ফুটবল বিশ্বে বিপুল জনপ্রিয় ছিলেন রবিনহো। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় হতাশ ফুটবলপ্রেমিরা।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন