অশ্বিন ৫০০-৬০০ উইকেট পাবে মন্তব্য সৌরভের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৭, ০২:২১ পিএম

ঢাকা: নাগপুর টেস্টে ডেনিস লিলির দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৫৪ টেস্টে এমন কীর্তিতে চারদিকে অশ্বিনকে নিয়ে কথা হচ্ছে। সেখানে যোগ দিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাঁর দাবী, এভাবে চলতে থাকলে ক্যারিয়ার শেষে অশ্বিনের ঝুলিতে ৫০০-৬০০ উইকেট থাকবে,‘ অশ্বিন যখন ক্যারিয়ার শেষ করবে তখন ৫০০-৬০০ উইকেট ওর পকেটে থাকবেই।’

নাগপুরের পারফরম্যান্স দেখে সৌরভ যে একথা বলেননি সেটিও স্পষ্ট করেছেন,‘ ৫৪ টেস্টে ৩০০ উইকেট। এটি অসাধারণ এক কীর্তি। আমি নিশ্চিত, ও ১০০টি টেস্ট দেশের হয়ে খেলবেই। আর শেষে ওর নামের পাশে ৫০০ থেকে ৬০০ উইকেট লেখা থাকবেই। ’

এর পর সাবেক ভারত অধিনায়ক বলেন, ‘ কোন বোলার কতটা ভালো সেটি একই পিচে বোঝা যায়। পার্থক্য করা যায়। হেরাথ-পেরেরাদের বোলিংও দেখা গেছে নাগপুরে। আবার অশ্বিনকেও দেখা গেছে। বলের ওপর ওর অসাধারণ নিয়ন্ত্রণ ছিল। শুরু থেকেই ওর বোলিংয়ে সেটা বোঝা গেছে। তাই এমন দুর্দান্ত বোলিংয়ের জন্য অশ্বিনকে কৃতিত্ব দিতেই হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই