উইকেট পেলে কেন সাপের মতো নাচেন নাজমুল?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৭, ০৯:০৫ পিএম

ঢাকা: উইকেট পেলে একেকজনের উদযাপন একেকরকম। এই যেমন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার উইকেট পেলে চিতা বাঘের মতো দুহাত প্রসারিত করে দৌড়াতেন। শহীদ আফ্রিদি উইকেট পেলে ক্রিজের মাঝেই দাঁড়িয়ে যান। দেখে মনে হয়, দুহাত প্রসারিত করে তিনি সতীর্থদের ডাকছেন। কিন্তু কখনও কি দেখেছেন, উইকেট পেলে কোনো বোলার সাপের মতো ফনা তুলে নাচেন! বাংলাদেশের নাজমুল ইসলাম অপু গত বিপিএল থেকেই এই উদযাপন করে আসছেন।

গতবার নাজমুল খেলেছিলেন রাজশাহী কিংসের হয়ে। উইকেট পেলেই সাপের মতো ফণা  তুলে উদযাপন করার শুরু সেখান থেকেই। এবারও রংপুর রাইডার্সের হয়ে তাই করছেন নাজমুল। মঙ্গলবার সিলেট সিক্সার্সের বিপক্ষে ১৮ রানের বিনিময়ে তুলে নিয়েছে ৩ উইকেট। এটাই এবারের বিপিএলে নাজমুলের সেরা সাফল্য। এর আগে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। উইকেট পেয়েছেন মাত্র ২টি। তারপর আর সুযোগই পাচ্ছিলেন না। সিলেটের বিপক্ষে সুযোগ পেয়েই সেটি কাজে লাগালেন নাজমুল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি তাঁর সাপের মতো ফণা তুলে উদযাপনের রহস্য ফাঁস করে দিলেন, ‘গতবার রাজশাহী কিংসে খেলার সময় সাপের মতো ফণা তুলে নেচে ড্যারেন স্যামিকে ভয় দেখাতাম। তারপর একদিন ম্যাচেও করলাম। এভাবেই নিয়মিত হয়ে যাচ্ছে।’

কোচ টম মুডির কাছ থেকে শিখছেন। নাজমুল জানালেন, কোচ তাদের নিয়ে বাড়তি কাজও করছেন, ‘কোচ হাতে ধরে কিছু কাজ করাচ্ছে। যেমন তিন ম্যাচ খেলার পর চার ম্যাচ খেলিনি। তিনি আমাদের নিয়ে বাড়তি কাজ করছেন। আমি সাইড-ওয়েজ বল করতাম। কিভাবে বল করলে ভালো হবে সেটা জানতাম না। কোচ আমাকে একটা অ্যাঙ্গেল দেখিয়ে দিয়েছেন। ওভাবে করতে গিয়ে দেখলাম ভালো হচ্ছে।’

আগের ম্যাচে ১৭ বলে ৪২ করে রংপুরের জয়ে বড় ভুমিকা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবারও শেষ ওভারে ম্যাচ জিতিয়েছেন রংপুর অধিনায়ক। তাই সংবাদ সম্মেলনে অবধারিতভাবে এল মাশরাফি প্রসঙ্গ। নাজমুল বলে গেলেন, ‘ওই দিন পরিকল্পনা ছিল মাশরাফি ভাই যতক্ষণ ক্রিজে থাকবেন ততক্ষণ তিনিই আক্রমণ করবেন। ক্রিস গেইল তাঁকে শুধু স্ট্রাইক দেবে। গেইল উইকেট থাকলেই প্রতিপক্ষের বোলাররা চাপে থাকে। ওভাবেই তিনি খেলেছেন আর ভাই (মাশরাফি) ভালো ছন্দে আছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই