মুশফিকের ওপর চাপ কমল না বাড়ল?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ১০:০২ পিএম

ঢাকা: রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ছাপিয়ে বড় হয়ে উঠেছে মুশফিকুর রহীমের নেতৃত্ব চলে যাওয়া। রোববার বোর্ড সভায় মুশফিককে সরিয়ে টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে। প্রায় দুই ঘন্টার সভা শেষে সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

সংবাদ সম্মেলনের শেষের দিকে তিনি জানালেন, ‘সবশেষে একটা বিষয় ছিল। আমার মনে হয়, এটাই আপনাদের কাছে মূল ইস্যু হয়ে যাবে। যদিও আমরা এটা সেভাবে দেখি না। আমরা টেস্ট অধিনায়ক বদলাচ্ছি। আগামী যে সিরিজ শুরু হতে যাচ্ছে, সেটি থেকে আমাদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অন্য সংস্করণে যা ছিল তাই থাকবে।’

দক্ষিণ আফ্রিকা সফরের সময়েই বড় হয়ে উঠেছিল মুশফিকের নেতৃত্ব। গুঞ্জন ছিল টেস্ট অধিনায়কত্ব হারাতে চলেছেন তিনি। কিন্তু আচমকাই চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর সেটি আড়ালে চলে গিয়েছিল। সেটি আবার প্রকাশ্যে এল সবাই অবাক করে! দক্ষিণ আফ্রিকা সফরে চরম কিছু সত্য কথা বলেছিলেন মুশফিক। টিম ম্যানেজম্যান্টের গোপন কথা ফাঁস করেছিলেন। যেটি পছন্দ হয়নি বোর্ড সভাপতির। তিনি সরাসরি বলেই দিয়েছেন, ওসব বলে না কি মুশফিক দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।

তবে নাজমুল যুক্তি দিয়েছেন সেরা ব্যাটিংটা বের করে আনতেই মুশফিকের ওপর থেকে চাপ কমানো হয়েছে, ‘একেবারে নির্দিষ্ট কারণ আছে সেটা নয়। থাকলেও সবসময় বলা যাবে না। আমরা মনে করেছি, এখানে একটা পরিবর্তন দরকার। আমরা মুশফিকের কাছ থেকে সেরা ব্যাটিংটা চাচ্ছি। আমরা চার-পাঁচ বছরের জন্য যে পরিকল্পনা করেছি এটা তারই অংশ।’

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই