সাফল্যের রহস্য ফাঁস করলেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০১:১৫ এএম

ঢাকা: বিপিএলের শুরুটা ভালো হলেও মাঝে খেই হারিয়ে ফেলেছিল রংপুর রাইডার্স। খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ চার নিশ্চিত করেছিল দলটি। সেই রংপুরই কি না এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালে খুলনা, কুমিল্লা ও ঢাকাকে পাত্তাই দিল না। প্রথমবার রংপুরকে নেতৃত্ব দিয়েই শিরোপা হাতে তুললেন মাশরাফি বিন মুর্তজা।

কিভাবে এটা সম্ভব হলো সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে তা জানতে চাওয়া হয়েছিল। জবাবে রংপুর অধিনায়ক বলে গেলেন, ‘চতুর্থ দল হিসেবে আমরা যখন গ্রুপ পর্ব পার করলাম তখন সবার কাছে একটাই বার্তা ছিল, আমরা যে সুযোগ পেয়েছি সেটি কাজে লাগাতে হবে। আমরা যেন স্বাধীনতা নিয়ে অলআউট ক্রিকেট খেলি। যেটা করতে মন চায় সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। কোনো দোষাদোষি নেই। কারো ওপর দায় চাপানো নেই। কেউ কাউকে দোষ দেইনি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।’

রংপুর তাকিয়ে ছিল বড় তিন ক্রিকেটার অর্থাৎ গেইল-ম্যাককালাম-জনসনের দিকে। তারা শেষ চারে এসে তাদের সেরাটা দিয়ে দলকে চ্যাম্পিয়নও করেছে। মাশরাফি বলছেন, ‘আমরা জানতাম, আমাদের দুই তিনজন বড় ক্রিকেটার রয়েছে। তারা বিধ্বংসি ব্যাট করতে পারলে বিপক্ষ দলের জেতা কঠিন। তারা ওটাই করেছে আমরা যা চাচ্ছিলাম।’ শুধু করেইনি একেবারে ঢাকাকে উড়িয়ে দিয়েছে। এখন শিরোপা উদযাপনের সময়। মাশরাফির দল নিশ্চয় তা করছেও!

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই