টি-টেন যুগে ক্রিকেট, কেরালার হয়ে মাঠে সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৭, ১০:৫৪ পিএম
প্রতীকী ছবি

ঢাকা: নতুন যুগে প্রবেশ করল ক্রিকেট। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শারজায় যাত্রা শুরু করল ক্রিকেটের একেবারে নব সংস্করণ টি-টেন ক্রিকেট। ক্রিকেটপ্রেমীদের আরো রোমাঞ্চ উপহার দিতেই শুরু হলো ১০ ওভার আর ৯০ মিনিটের প্যাকেজ ক্রিকেট। শারজায় প্রথম আসরেই নামী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হয়েছে কেরালা কিংস। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কেরালা অধিনায়ক ইয়ন মরগ্যান। বেঙ্গল টাইগার্সকে দারুন শুরু এনে দিয়েছেন দুই ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার (১৫*) ও জনসন চার্লস (২৫*)।  

এ প্রতিবেদন লেখার সময় বেঙ্গল টাইগার্স ৫ ওভারে ৪২ রান তুলেছে। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলছেন কেরালা কিংসের হয়ে।

এরআগে টি-টেন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকটি গানের সঙ্গে পারফর্ম করেন বলিউড নায়িকা উর্বশী। মাঠে উপস্থিত থেকে সমর্থন দিতে দেখা গেছে বলিউডের নায়ক সুনীল শেঠি ও নায়িকা বিপাশা বসুকে। তাছাড়া শারজা স্টেডিয়াম ছিল দর্শকে ঠাসা। কে জানে হয়ত ক্রিকেটের ভবিষ্যত হতে চলেছে এই ১০ ওভারের ক্রিকেট?

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম