ইংল্যান্ডের সঙ্গে পারল না বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ১২:৪৯ পিএম

ঢাকা: টানা দুই ম্যাচ জয়ের পর ছন্দপতন ঘটল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কুইন্স টাউনে সাইফ হাসানের দল ইংলিশদের নিকট ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। অবশ্য এই পরাজয়ে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ হয়নি। ইংল্যান্ড পরের ম্যাচে কানাডাকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে সাইফরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। শুরুতেই মাত্র ৮ রানে সাইফরা হারিয়ে ফেলে ৩ উইকেট। এখান থেকে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে পেরেছে আফিফ হোসেনের ৬৩ ও আমিনুল ইসলামের ৩১ রানের সৌজন্যে। আফিফ ৬৩ করেছেন ৮৫ বলে ৮টি চারের সাহায্যে। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন বাম্বার ও উডস। 

জবাবে ইংলিশরা শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়লেও অধিনায়ক হ্যারি ব্রুকসের অপরাজিত ১০২ ও ইউয়ান উডসের ৪৮ রানের ওপর ভর করে ২৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হাসান মাহমুদ, কাজী অনিক ও নাঈম পেয়েছেন ১টি করে উইকেট। 

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এআই