মাশরাফি বললেন ভয়ের কিছু নেই

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৮, ০৯:০৭ পিএম
ফাইল ফটো

ঢাকা: দুর্দান্ত খেলতে খেলতে আচমকাই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে গুটিয়ে গেল ৮২ রানে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে স্বাভাবিকভাবেই এই বিবর্ণ পারফরম্যান্স ভয় ধরিয়ে দেয়ার জন্য যথেষ্ট। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফাইনালের আগে অভয় দিয়ে জানিয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। বরং তিনি ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে দারুনভাবে আশাবাদি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলে গেলেন, ‘আমরা সবাই এক সঙ্গে বসেছি, কথা বলেছি। আমার তো মনে হয় না যে, এটা ভয়ের কোনো কারণ। ৭০, ৮০, ৯০ রানে যদি আমরা প্রতিদিন অলআউট হই, তাহলে হয়তো আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে।

এখন ৮২ রানে অলআউট হবার পর আমি যদি ভাবি যে, কালকেও দেড়শ রানে অলআউট হবো, তাহলে আমরা যে পরের ধাপে যেতে চাচ্ছি, সেটা থেকে অনেক দূরে চলে যাব। তাই আমি মনে করি যে, ইতিবাচক চিন্তা করাই উচিত।’

শ্রীলঙ্কার কাছে হারটাকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন মাশরাফি। এখান থেকে ভালো কিছুও খুঁজে নিচ্ছেন অধিনায়ক,‘ ফাইনালের আগেই হয়েছে এই দুর্ঘটনা, এটা ভালো। অন্তত আমরা বুঝতে পারছি, খারাপ সময়ে আমাদের কি করা উচিত।

আমাদের কোন ভুলগুলো সংশোধন করা দরকার। কালকের ম্যাচে আমরায় যা করতে চাই, সেটার অন্তত কাছাকাছি যেন যেতে পারি।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম