দ্বিতীয়বারেও গেইলকে কেউ কিনল না, তামিম দল পাবেন ?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৮, ০৩:৫৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: বেঙ্গালুরুতে আইপিএল নিলাম প্রায় শেষের পথে। এখনও নিলামে ওঠেননি তামিম ইকবাল। সবার আশা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের মতো তিনিও দল পাবেন। সেই অপেক্ষায় রয়েছে গোটা বাংলাদেশই।

এদিকে, অবিক্রিত ক্রিস গেইলকে দ্বিতীয়বার নিলামে তোলা হয়েছিল। কিন্তু কোনও দলই তাকে নেয়নি। ফ্রাঞ্চাইজিদের দেখে মনে হয়েছে, গেইলকে না কিনতে সব ফ্রাঞ্চাইজি একজোট হয়েছে! তা না হলে কিছুদিন আগে বিপিএলে ম্যান অব দ্য সিরিজ হওয়া গেইলে হঠাৎ এত অরুচি কেন হবে!

এক নজরে দেখে নেয়া যাক কে কে দল পেলেন বা পেলেন না
সন্দীপ লামিচানে: আইপিএলে প্রথমবার খেলবেন এই নেপালি ক্রিকেটার৷ ২০ লাখ রুপিতে দিল্লি নিয়েছে তাকে।
লুঙ্গি এনগিদি: এবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বোলিং করতে দেখা যাবে এনগিদিকে। ৫০ লাখ রুপিতে তাঁকে কিনেছে চেন্নাই।  
কে এম আসিফ: কেরালা লিগের পারফরম্যান্স ভালো। তাই এই বোলারকে বেছে নিয়েছে চেন্নাই। খরচ পড়ল ৪০ লাখ রুপি।  
ক্যামেরন ডেলপোর্ট: ২৮ বছরের দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডারকে নিয়েছে কেকেআর। এজন্য তাদের খরচ হয়েছে ৩০ লাখ রুপি।  
অ্যান্ডু টাই: ডান হাতি পেসারকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ৭.২০ কোটি রুপিতে।
ডেভিড উইলি: ইংলিশ এই ক্রিকেটারকে কোনও দলই কেনেনি।
জে পি ডুমিনি: ১ কোটি রুপিতে প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনিকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।  
জাহির খান পাকতিন: ১৯ বছরের তরুণ আফগান স্পিনারকে ৬০ লাখ রুপিতে নিয়েছে রাজস্থান।   
মুজিব জাদরান: ১৭ বছরের আফগানিস্তানের এই তরুণ ক্রিকেটারকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
ডেইল ডেল স্টেইন:  দক্ষিণ আফ্রিকার গতি তারকাকে কিনতে কোনও দলই আগ্রহ দেখায়নি।
জয়দেব উনাদকাট: ১১.৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছেন উনাদকাট। তাঁকে নিয়েছে রাজস্থান রয়্যালস।  

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই