র‌্যাংঙ্কিংয়ে ১৫ ধাপ এগোলেন মুমিনুল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০১৮, ০৯:৩৮ এএম

ঢাকা: প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৫। চট্টগ্রামে জোড়া সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন মুমিনুল হক। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে তাঁর সেঞ্চুরির সৌজন্যেই বাংলাদেশ স্বস্তিতে প্রথম টেস্ট ড্র করেছে।

মুমিনুলের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের ছাপ পড়েছে আইসিসি র‌্যাংঙ্কিংয়েও। টেস্টে ১৫ ধাপ এগিয়ে এসেছেন তিনি। মুমিনুল এই মুহূর্তে অবস্থান করছেন ক্যারিয়ার সেরা ২৭ তম স্থানে।

রোববার নতুন র‌্যাংঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে, মুমিনুল ছাড়াও ছয় ধাপ এগিয়েছেন ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ।তিনি ৪৮ তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন তামিম ইকবাল। ২১তম স্থানে রয়েছেন এই বাঁ-হাতী ওপেনার। পরের স্থানেই রয়েছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহীমের অবস্থান ২৬ নম্বরে। মুশফিকের সমান রেটিং পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

বোলারদের র‌্যাংঙ্কিংয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন একধাপ করে। তাইজুল ৩৬তম আর মিরাজ আছেন ৩৮তম স্থানে।

বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে সাকিব। তাঁর অবস্থান ১৮ নম্বরে। চট্টগ্রাম টেস্ট মিস করলেও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব। বোলিংয়ে জেমস অ্যান্ডারসন আর ব্যাটিংয়ে শীর্ষ স্থান দখল করে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।


সোনালীনিউজ/আরআইবি/আকন