সবার ওপরে মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ১০:২৬ এএম

ঢাকা: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রাথমিক পর্বে দাপট দেখিয়েছেন পেসাররা। এর অগ্রভাগে ছিলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। অভিজ্ঞ এই পেসার উইকেট শিকারের তালিকায় আছেন সবার ওপরে।

ঢাকা লিগের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় চারজনই পেসার। মাশরাফির পরে আছেন বাঁহাতী পেসার কাজী অনিক। তিনে বাঁহাতী স্পিনার আসিফ হাসান, চারে আছেন শফিউল ইসলাম। এরপর অবস্থান মোহাম্মদ শহীদের।

১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী। এতে বড় ভুমিকা মাশরাফির। ১৩.২৬ গড়ে ৩০ উইকেট নিয়েছেন তিনি। লিগে সবচেয়ে বেশি চারবার ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন মাশরাফি। সেরা বোলিং ৪৪ রানে ৬ উইকেট। অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে টানা ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন মাশরাফি।

মোহামেডানের অনিক ১৯.১০ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। সেরা ৪৪ রানে ৬ উইকেট। লিজেন্ডস অব রুপগঞ্জের বাঁহাতী স্পিনার আসিফ হাসান ১৮.২৬ গড়ে পেয়েছেন ২৩ উইকেট। সেরা ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট।

জাতীয় দলে জায়গা হারানো শফিউল অগ্রণী ব্যাংকের হয়ে ছন্দেই আছেন। ২৩.২৬ গড়ে তুলে নিয়েছেন ২২ উইকেট। সেরা ৪৮ রানে ৪ উইকেট। রুপগঞ্জের শহীদ ২১ উইকেট নিয়েছেন ২৪.৪৭ গড়ে। সেরা ৪১ রানে ৪ উইকেট।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন