সাকিব-রশিদদের দুরন্ত বোলিংয়ে ম্যাচ জেতালেন ধাওয়ান

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৮, ১২:৩৬ এএম

ঢাকা: একাদশ আইপিএলে দারুনভাবে শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই তারা রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারিয়ে স্রেফ উড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছিল, ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি দলটিকে ভোগাবে। কিন্তু না, সাকিব আল হাসান, রশিদ খান আর শিখর ধাওয়ানরা বুঝিয়ে দিলেন তারা অসি ওপেনারের ঘাটতি মেটাতে সক্ষম।

১২৬ রান তাড়া করতে নেমে বিধ্বংসি ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। ৫৭ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ভারতীয় ওপেনার।৩৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে ধাওয়ানকে যোগ্য সঙ্গ দিলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন৷ দ্বিতীয় উইকেটে এই দু’জন স্কোরবোর্ডে যোগ করেন ১২১ রান। আর তাতে ২৫ বল হাতে রেখেই ৯ উইকেটের সহজ জয় পেয়ে যায় হায়দরাবাদ।

এরআগে ঘরের মাঠে সাকিব-রশিদ-সিদ্ধার্থ কৌলদের সামনে রাজস্থানের কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৪৯ রান করেছেন সনজু স্যামসন। সাকিব ২৩ আর কৌল ১৭ রান দিয়ে পেয়েছেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন রশিদ, ভুবনেশ্বর কুমার ও স্ট্যানলেক। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শিখর ধাওয়ান।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই