সীমানা ছাড়িয়ে যাবার লক্ষ্য বাংলাদেশের তীরন্দাজদের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০১৮, ০৯:২২ পিএম
ছবি: খন্দকার তারেক

ঢাকা: ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের সহায়তায় টানা দ্বিতীয়বারের মতো ‌‌‌‌‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে’র আয়োজক বাংলাদেশ। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার (৬ মে) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বসতে ১৮ দেশের তীরন্দাজদের পদক লড়াই। ঘরের মাঠে প্রথমবার আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ছয়টি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের আর্চাররা। এবার আরও ভাল করতে চায় স্বাগতিকরা।  

শনিবার (৫ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের তারকা আর্চার রোমান সানা বলেন, ‘গতবার আমরা সব মিলিয়ে ছয়টি স্বর্ণ পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও একই লক্ষ্য আমাদের। নতুন জার্মান কোচের অধীনে প্রস্তুতিও ভাল হয়েছে। সবাই ভাল অবস্থায় আছে। আশা করি গতবারের মতো এবারও আমরা দেশকে সাফল্য এনে দিতে পারব।’

তবে অনুশীলনের ভেন্যু এবং প্রতিযোগিতার ভেন্যুর মধ্যে পার্থক্য থাকায় কিছুটা শংসয়ও আছে রোমানের মনে। এ প্রসঙ্গে লাল সবুজ দলের এই তারকা আর্চার বলেন, ‘টঙ্গীতে আমরা উন্মুক্ত মাঠে আরচারি অনুশীলন করলেও এখন খেলতে হবে হকি স্টেডিয়ামে উঁচু গ্যালারি-আবদ্ধ পরিবেশে। ফলে আবহাওয়া-পরিবেশেরে সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হতে পারে। তাছাড়া ঝড়-বৃষ্টি-বজ্রপাত হলে এমন পরিবেশে মাথা ঠান্ডা রেখে খেলা একটু সমস্যা। বিশেষ করে বজ্রপাত নিয়ে দলের নারী আরচাররা বেশি শঙ্কিত। এখন দেখা যাক, কি হয়।’

১৮ দেশের ৭৪ তীরন্দাজ এবারের এই প্রতিযোগিতায় অংশ নেবেন উল্লেক করে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘এটা ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের অধীনে হওয়া একটা টুর্নামেন্ট। এবার অংশ নেয়া ১৮ দেশের মধ্যে ১৭টিই মুসলিম প্রধান দেশ। তবে বিশ্বের একমাত্র স্বীকৃত হিন্দুপ্রধান দেশ নেপালকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তারাও সাড়া দিয়েছে। আসলে আইএসএসএফ চাইছে সব দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে।’

তিনি জানান গতবার ঢাকায় যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, সেটা র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ছিল না। অনেক ইকুইপমেন্ট ধার করে এনেছিল বাংলাদেশ আরচারি ফেডারেশন। এবার সেটা তারা কিস্তিতে কিনে নিয়ে এসেছে। সব ইকুইপমেন্ট থাকায় এবার এটা র‌্যাঙ্কিং টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আগামী ৫ বছর পর্যন্ত বাংলাদেশেই প্রতিযোগিতাটি আয়োজনের জন্য অনুমতি দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ এস এম আল গানাস, চ্যাম্পিয়নশিপের টেকনিক্যাল অফিসিয়াল মিশরের আশরাফ সায়েদ আব্দেললাতিফ দাহরাফ, টেকনিক্যাল ডেলিগেট ইরাকের সাদ আহমেদ আল মাসহাদানী, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল অব. মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ এবং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশের টিম কন্টিনজেন্ট।

রোববার বিকাল ৩টায় ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে’র উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই