বিশ্বকাপের স্টেডিয়ামে গাঁজা, হেরোইন অনুমোদিত!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০১৮, ০২:৪২ পিএম

ঢাকা: বিশ্বকাপ জ্বরের কাঁপন শুরু হয়ে গেছে রাশিয়ায়। আয়োজক দেশটি এরইমধ্যে নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে এসবের মধ্যেই নাকি বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে যাওয়া দর্শকরা স্টেডিয়ামে হেরোইন, কোকেন এবং ভাংয়ের মতো নেশাদ্রব্য সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন।

এমনই খবর দিয়েছে দ্যা মস্কো টাইমসহস রাশিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, শুধু বিশ্বকাপ উপলক্ষে ভ্রমণকারী কিছু নিষিদ্ধ দ্রব্য বহনের অনুমতি দিয়েছে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান অর্থনৈতিক জোট।

দ্রব্যগুলোর মধ্যে রয়েছে গাঁজা, হেরোইন এবং কোকেন। তবে এজন্য ওই নেশাদ্রব্যগুলো বহনকারীদের শর্তপূরণ করতে হবে। তা হলো- রুশ ভাষায় লেখা ডাক্তারি কাগজপত্র থাকতে হবে। প্রেসক্রিপশন যাচাই করার জন্য স্টেডিয়ামে নিয়োজিত থাকবেন আইন প্রয়োগকারীরা।

গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, ফিফার আইন অনুাযায়ী, রাশিয়ান ও বিদেশি দর্শকরা ৭ ধরণের ওষুধ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে তা এক প্যাকেটের বেশি নয়।


সোনালীনিউজ/জেডআরসি/আকন