গাঁজাসহ ভারতীয় ফুটবলার গ্রেপ্তার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০১৮, ১০:৩৯ পিএম

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের হয়ে ফুটবল খেলেছেন। অধিনায়কত্বও করেছেন। সেই আমজাদ আলি খানকে গাঁজাসহ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বন্দর ডিভিশনের পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে দু’নম্বর জাতীয় সড়ক থেকে গাঁজা ভর্তি ট্রাকটিকে আটক করে। ট্রাকটি ওই জাতীয় সড়ক ধরে হুগলির জাঙ্গিরাড়ার দিকে যাচ্ছিল। সেই ট্রাক থেকে ৫০০ কিলোগ্রাম গাঁজা পাওয়া গেছে। সেই গাঁজা ভর্তি ট্রাকেই ছিলেন ফুটবলার আমজাদ আলি।

প্রাথমিকভাবে জানা গেছে, আমজাদ ওই ট্রাক নিয়ে জাঙ্গিপাড়াতে যাচ্ছিলেন। ওখানেই তাঁর আদি বাড়ি। আমজাদ ছাড়াও এই ঘটনায় হরপ্রীত সিংহ, বলবিন্দর সিংহ এবং অমিত রায় নামে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০০২ থেকে ২০০৮ পর্যন্ত বাংলা দলের হয়ে নিয়মিত ফুটবল খেলেছেন আমজাদ। টাটা ফুটবল অ্যাকাডেমির ওই ছাত্রের ক্লাব ফুটবল শুরু ইস্টবেঙ্গল দিয়ে। তার পর মহামেডানেও খেলেছেন প্রতিশ্রুতিবান এই সাইডব্যাক। দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন। কেন তিনি এই পথে গেলেন সেটাই ভাবাচ্ছে কলকাতার ফুটবলমহলকে।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম