দর্শকদের সামনেই জামা খুললেন এই মহিলা খেলোয়াড়! (ভিডিও)

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৮, ০৭:৪৬ পিএম

ঢাকা: ইউএস ওপেনে বিতর্ক যেন থামছেই না। নিউইয়র্কের তীব্র গরমের পর এবার বিতর্ক কোর্টে মহিলা খেলোয়াড়ের জামা বদলানো নিয়ে। প্রচণ্ড গরমের জন্য ইউএস ওপেন কর্তৃপক্ষ ম্যাচের মাঝে ১০ মিনিটের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার ফ্রান্সের অ্যালিজ কর্নেট ঘামে ভিজে যাওয়া জামা বদলানোর জন্য কোর্টের বাইরে যান। জামা বদলে যখন কোর্টে ফেরেন বুঝতে পারেন, জামাটি উল্টো করে পরেছেন। এরপর আর লকার রুমে না গিয়ে বেস লাইনের সামনেই জামা খুলে ঠিক করে নেন। এতে চেয়ার আম্পায়ার শৃঙ্খলাভঙ্গের জন্য কর্নেটকে কড়াভাবে সতর্ক করে দেন। যদিও আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

ভিডিও দেখুন:

এদিকে, সেরেনা ও ভেনাস উইলিয়ামস আবার মুখোমুখি হচ্ছেন। নিজেদের ক্যারিয়ারে এ নিয়ে ৩০ বার মুখোমুখি হচ্ছেন দুই বোন। ছয় বারের চ্যাম্পিয়ন সেরেনা বুধবার ইউএস ওপেনে ৬–২, ৬–২ গেমে উড়িয়ে দিয়েছেন জার্মানির কারিনা উইটহোয়েফটকে। দু’বারের চ্যাম্পিয়ন ভেনাস হারান ইতালির ক্যামিলা জিওর্জিকে। খেলার ফল ৬–৪, ৭–৫। শুক্রবার তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছেন দুই বোন।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই