ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাই যাচ্ছেন ইমরান খান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০৮:০৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: ক্রিকেট বিশ্বের ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস উত্তেজনা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক, ম্যাচ নিয়ে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশ ছাড়িয়ে সারা ক্রিকেট-বিশ্বে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর আবারও ক্রিকেটভক্তরা উপভোগ করার সুযোগ পাচ্ছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহাপ্রতীক্ষিত এক লড়াই।

দীর্ঘদিন পর ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান। ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। ইমরান খান ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ সরাসরি উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ইমরান খান সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন।

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে খেলবে। এরপর শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনালে মুখোমুখি হবে।
গতরাতে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

উল্লেখ্য, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রওনা দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে সফরের সময় এই ম্যাচটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই