তীব্র গরমে জ্ঞান হারালেন হার্দিক পান্ডিয়া

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৮, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে আবহাওয়া ক্রমেই প্রতিকূল হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে সেখানে প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা পারদ স্তম্ভে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। এরইমধ্যে চলছে এশিয়া কাপের ১৪তম আসরা। বুধবার (১৯ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ম্যাচের ১৮তম ওভারে হঠাৎ মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় অলরাউন্ডারকে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করছে পাকিস্তান। দলীয় ১৮তম ওভারে বল  করছিলেন হার্দিক পান্ডিয়া। ওভারের পঞ্চম ডেলিভারিটি করার পরই চোখমুখ অন্ধকার করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দেখে মনে হচ্ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার।

সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকেন ফিজিও। এরপর স্ট্রেচার আনা হয় মাঠে। সেই স্ট্রেচারে করে পাণ্ডিয়াকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত তার অবস্থা জানা জায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কিছুই জানানো হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই