বাংলাদেশের জয়ে দুঃখ ভুলে গেছেন মুশফিক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৮, ১২:১৪ পিএম

ঢাকা: এশিয়া কাপটা বরাবরই মুশফিকুর রহীমের কাছে সৌভাগ্যর বার্তা নিয়ে আসে। এশিয়া কাপে দুটি করে সেঞ্চুরি থাকাদের সংক্ষিপ্ত তালিকায় আছে তাঁর নাম। বুধবার পাকিস্তানের বিপক্ষে ১ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন। এটি হলে সবাইকে ছাপিয়ে যেতেন মুশফিক। এশিয়া কাপে তিন সেঞ্চুরি হয়ে যেত তাঁর। দূর্ভাগ্য মুশফিকের, শাহেন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। প্রথম বাংলাদেশি হিসেবে পেলেন ৯৯ রানে আউট হওয়ার যন্ত্রণা।

আর বিশ্বক্রিকেটে মুশফিক হলেন ৩৩ নম্বর ব্যাটসম্যান যিনি ওয়ানডেতে ৯৯ রানে আউট হলেন। তাঁর আগে আরও ৩২ জন ব্যাটসম্যানের এমন ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি তিনবার ৯৯ রানে আউট হয়েছেন শচীন টেন্ডুলকার। তবে এই রেকর্ড কারও ভালো লাগার কথা না। মুশফিকেরও লাগেনি।

তবে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান সব দুঃখ ভুলে গেছেন পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের জয় দেখে। তিনি বলছেন, ‘সত্যি বলতে, জেতার পর থেকেই দুঃখ আর পাচ্ছি না। আপনারা কতটা জানেন জানি না, দলই আমার কাছে সবার আগে। আমি যদি সেঞ্চুরি করতাম, দল ২৬০ করে হেরে যেত, ভালো লাগাটা আমার কখনোই আসত না। এটা মুখের কথা নয়, আমার মনের কথা। আমি সবসময়ই এটা অনুভব করি।’

আউট হওয়ার পর হতাশ হয়েছিলেন। সেটা নিজের কথা ভেবে নয়, দলের কথা ভেবে। মুশফিক বলেছেন,‘ আউট হওয়ার পর আমার হতাশাটা ছিল দলের কারণেই। ড্রেসিং রুমে ফিরেও বারবার বলছিলাম যে একজন সেট ব্যাটসম্যানের অন্তত ৪৮ ওভার পর্যন্ত খেলা উচিত। কারণ নতুন ব্যাটসম্যানের জন্য ওদের বোলিং আক্রমণ খেলা সহজ নয়। দেখেছেন আজকেও যে শেষ ২০ ওভারে আমরা মাত্র ১১০ রানের মতো করতে পেরেছিলাম। এজন্যই আমার কাছে হতাশার ছিল। কিন্তু দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


সোনালীনিউজ/আরআইবি/আকন