লিটনের আউট নতুন বিতর্ক

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০১৮, ০৯:০৮ পিএম

ঢাকা: লিটন দাস কি সত্যিই আউট হয়েছিলেন? এমন সিদ্ধান্ত ক্রিকেটে প্রথমবার ঘটলো লিটনকে দিয়ে। ‘বেনিফিট অব ডাউট’ নামে যে নিয়ম আছে আইসিসির বাইলজে সেটা আজ ভুল প্রমাণিত হলো বাংলাদেশ-ভারতের ম্যাচে।

যে সিদ্ধান্ত ব্যাটসম্যানদের পক্ষে যাওয়ার কথা সেই সিদ্ধান্ত গেল বোলার কুলদ্বীপ যাদবের পক্ষে। থার্ড আম্পায়ার রড টাকারের দেয়া এমন সিদ্ধান্তে ফুঁসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

বাংলাদেশ-ভারত ম্যাচে বিতর্ক শুরু ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে। এরপর নিদাহাস ট্রফির ফাইনালেও বাংলাদেশকে হজম করতে হয়েছিল বিতর্কিত সিদ্ধান্ত।

আজ আবারও তেমন কিছুই হজম করতে হচ্ছে এশিয়া কাপের ফাইনালে। অস্ট্রেলিয়ান এই আম্পায়ার সিদ্ধান্ত জানাতে প্রায় তিন মিনিটের মতো সময় নেয়। অবশেষে জায়ান্ট স্ক্রিনে লাল রং জ্বলে আউটের ঘোষণা দেয়া হয়।

ফিরে যাওয়ার আগে ১১৭ বলে ১২২ রান করে মাঠ ছাড়েন ডান-হাতি এই ওপেনার।  অসাধারণ এই ইনিংসটি খেলার সময় ১২ চার ও দুটি ছয় হাঁকিয়েছেন লিটন।


সোনালীনিউজ/ঢাকা/আকন