হঠাৎ কেন টপলেস হলেন সেরেনা?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৮, ০৭:২৭ পিএম

ঢাকা: টেনিসের কিংবদন্তি তিনি। এবার সেরেনা উইলিয়ামস স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে টপলেস হলেন। আর সেই কারণে একটি মিউজিক ভিডিওতে সেরেনাকে দেখা গেল টপলেস অবস্থায় গান গাইতে। যা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ওই মিউজিক ভিডিও নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ‘আই টাচ মাইসেল্ফ’ গেয়েছেন ৩৭ বছর বয়সী টেনিস তারকা। অক্টোবর মাসকে চিহ্নিত করা হয়েছে স্তন ক্যান্সারের সচেতনতা বাড়ানোর জন্য। এই প্রজেক্টের নাম ‘আই টাচ মাইসেল্ফ’। মহিলারা যেন নিয়মিত স্তনের পরীক্ষা করান, সেটাই লক্ষ্য এই প্রজেক্টের। সেরেনা সে কারণেই এই গান গেয়েছেন।

সেরেনা যে গান গেয়েছেন, সেটা গেয়েছিলেন ‘ডিভিনাইলস’-এর গায়িকা ক্রিসি অ্যাম্পলেট। যিনি ২০১৩ সালে ৫৩ বছর বয়সে স্তন ক্যান্সারে মারা যান। ইনস্টাগ্রামে এই ভিডিও সম্পর্কে সেরেনা লিখেছেন, ‘মহিলারা যাতে নিজেদের সম্পর্কে সতর্ক থাকেন, সেটা মনে করিয়ে দেওয়াই ভিডিও’র উদ্দেশ্য।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই