সতীর্থদের কি বলে সতর্ক করলেন সাকিব?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৮, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে সাকিব আল হাসানকে ছিটকে দিয়েছে আঙুলের চোট। তাই আপাতত মাশরাফি-মাসাকাদজাদের খেলায় দর্শকের ভুমিকায় বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। তবে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিশ্বাস জিম্বাবুয়ে সিরিজে কাঙ্ক্ষিত ফলই পাবে লাল সবুজের জার্সিধারীরা।  

দলের দুই সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে হচ্ছে টাইগারদের। জুনিয়র দল নিয়েই লড়তে হচ্ছে স্বাগতিকদের। জুনিয়র উচ্চারণ করতেই খানিকটা আপত্তির সুরে সাকিব বলেন,  ‘আমার কাছে জুনিয়র-সিনিয়র শব্দই পছন্দ হয় না। যারা দলে আছে তারা সবাই (ভালো) খেলার সামর্থ্য রাখে। তা না হলে তারা দলে থাকত না। এখানে সিনিয়র-জুনিয়রের কতটুকু দায়িত্ব, এমন কোনো বিষয় নেই। সবার একটাই দায়িত্ব কীভাবে দলের হয়ে ম্যাচটা জেতা যায়। সেই চেষ্টা সবাই করবে। কোনো দিন দুই-তিনজন ভালো খেলবে। কোনো দিন চার-পাঁচজন ভালো করবে। একটা ম্যাচে ১১ জনেরই ভালো খেলা কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে।’

এক সময় এই জিম্বাবুয়ের সঙ্গেই পেরে উঠত না টাইগাররা। তবে সময়ের পরিবর্তনে বদলে গেছে বাংলাদেশ। আর পিছিয়ে পড়েছে জিম্বাবুয়ে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‌‌‌‘আমার যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে হারতাম। আর এখন ওদের হারাই। তবে এখনো মনে করি ওদের খুব হালকাভাবে নেওয়ার কিছু নেই। এ দলেরও সামর্থ্য আছে, আমরা যদি ভুল করি সেটা কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাওয়ার। জিম্বাবুয়েকে কেউ হালকা করে দেখছে না, দেখবেও না।’

এদিন নিজের চোট নিয়ে সাকিব বলেন, ‘আমার ইচ্ছার ওপর তো কিছু নির্ভর করছে না। সুস্থ হলে খেলব। এখন সেটার জন্য যতটুকু সময় লাগে ততটুকু নিতে হবে। এখানে জোরাজুরির কোনো সুযোগ নেই। আবার বসে থাকারও সুযোগ নেই। যখন সুস্থ হবো, ততদিন পর্যন্ত অপেক্ষা করবো। এখন আসলে কোনো আপডেট দিতে পারছি না। এক মাসও হয়নি ইনফেকশন গেল। যদি এক-দেড় মাস যায়, তাহলে বোঝা যাবে যে কি অবস্থা। তবে আগের থেকে অবস্থা ভালো।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই