প্রস্তুতি ম্যাচে সুযোগের সদ্ব্যবহার ওয়েস্ট ইন্ডিজের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট সিরিজ শুরুর আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। সেই সুযোগের সদ্ব্যবহার করছে ওয়েস্ট ইন্ডিজ। দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৮৬ দশমিক ৩ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রান করেছে ক্যারিবীয়রা।

রোববার (১৮ নভেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দু’দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তবে কাইরেন পাওয়েল ও শাই হোপের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভালো অবস্থায় পৌঁছে যায় ক্যারিবীয়রা। পাওয়েল ৭২ রানে থামলেও ৮৮ রানে আহত অবসর নেন হোপ।

তাদের ইনিংসের পর পরের দিকে আর কোন ব্যাটসম্যানই বড় সংগ্রহ পাননি । রোস্টন চেজ ৩৫, শিমরোন হেটমায়ার ও উইকেটরক্ষক শেন ডাউরিচ ২৪ রান করে করেন। বাংলাদেশের নাইম হাসান ২টি, শফিউল ইসলাম-অধিনায়ক রুবেল হোসেন-ফজলে মাহমুদ ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই