৮০-তে আউট সাকিব, সেঞ্চুরির পথে হাঁটছেন মাহমুদউল্লাহ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৮, ১১:৩৪ এএম

ঢাকা : নিজের ইনিংসটাকে ৮০-তে নিয়ে গিয়ে থামলেন অধিনায়ক সাকিব আল হাসান। ফলে বিচ্ছিন্ন হয়ে গেল মাহমুদউল্লাহ-সাকিবের ১১১ রানের জুটি। দ্বিতীয় দিনের সকালে প্রথম দিনের তুলনায় একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন সাকিব। আর একটু দেখেশুনে খেললে হয়তো সেঞ্চুরিটা পেতে পারতেন। তা হয়নি। ৮০ রানেই থামতে হলো অধিনায়ককে। ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান সাকিব। আগের দিন ৫৫ রানের ইনিংসে চার মেরেছিলেন একটি। এদিন সকালেই বাউন্ডারি মেরেছেন পাঁচটি।

কালকের ৫৫ রানের সঙ্গে সাকিব আরও ২৫ রান যোগ করেন ২৬ বল খেলে। ক্যারিবীয় বোলারদের চিন্তা ঘুঁচিয়েছেন কেমার রোচ। ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালিতে। সেখানে শাই হোপের ক্যাচটি ধরে নিতে কোনো বেগ পেতে হয়নি তাঁকে।

তবে সাকিব আউট হওয়ার পরও বাংলাদেশকে ভরসা দিচ্ছেন মাহমুদউল্লাহ। ইতিমধ্যে তিনি সেঞ্চুরির পথে হাঁটা শুরু করেছেন। ক্যারিয়ারের ১৬ নম্বর ফিফটি তুলে নিয়ে মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন ৬৭ রানে। এই রান তিনি করেছেন ১২০ বলে পাঁচ বাউন্ডারির সাহায্যে। ফিফটির পথে থাকা লিটন দাস ক্রিজে আছেন ৩৫ রান নিয়ে। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৬২ রান।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই