চিত্রা নদী তোলপাড় করা কৌশিকই আজকের মাশরাফি, জানুন অজানা কাহিনী

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৮, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে একটা নাম তিনি। যার নামে আবেগের বিষ্ফোরণ ঘটে। মাশরাফি বিন মুর্তজা। নড়াইলে কাছের লোকজনদের কাছে যিনি কৌশিক নামেই সমধিক পরিচিত। নড়াইল-২ আসন থেকে নির্বাচন করছেন। দিনরাত ভুলে নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন। সেই খবর ফলাও করে আসছে সংবাদমাধ্যমে। দেশের অন্যতম সেরা নিউজ পোর্টাল সোনালীনিউজও গুরুত্ব সহকারে প্রকাশ করছেন মাশরাফির নির্বাচনের খবর। তবে নড়াইল এক্সপ্রেসের পেছনের গল্পও শোনাবে সোনালীনিউজ পাঠকদের জন্য। এই পর্বে থাকছে মাশরাফির চিত্রা নদীতে তোলপাড় করার ঘটনা।

বলা হয়ে থাকে কৌশিকের সঙ্গে চিত্রা নদীর এক ধরণের মিতালি ছিল। এই নদী তাঁকে খুব টানত। সময় পেলেই ঢাকা থেকে নড়াইল ছুটতেন মাশরাফি। তখন বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার। কোনও এক প্রসঙ্গে মাশরাফিকে কড়া ভাষায় তিনি বলেছিলেন, ‘তোর সামনে দুটো পথ খোলা আছে। ঢাকায় থেকে খেলায় মনোনিবেশ করা। নয়তো নড়াইল গিয়ে চিত্রা নদীতে মনের সুখে সাঁতার কাটা। তুই এখন কোনটা বেছে নিবি।’

হাবিবুলের এই কথা কিন্তু সাক্ষ্য দিচ্ছে চিত্রাকে কতটা ভালোবাসেন মাশরাফি। এর প্রমাণ আরও এক জায়গায় পাওয়া যায়। ‘মাশরাফি’ নামক বইয়ে তাঁর মামা নাহিদুর রহমান বলেছিলেন, ‘ছেলেটা তাঁর বাবার মতো খেলোয়াড় হতে পারে। তবে ফুটবল-ক্রিকেট নয়; ছেলেটা হবে হয়তো সাঁতারু।’

ছোটবেলায় বন্ধুদের সর্দার ছিল কৌশিক। কিন্তু চিত্রা নদী তোলপাড় করায় সম্ভবত নড়াইলের কিশোরকুলের সর্বকালের সেরা ছিল এই কৌশিক।

চিত্রা নদীই ছিল কৌশিকের ঘর, চিত্রা নদীই তাঁর বাড়ি। নদীতে সাঁতার কেটে তাঁর আনন্দ যেন অন্য কিছুতে হতো না। কৌশিকের ছোটবেলার বন্ধু রাজু বলছিলেন,‘ আমরা সবাই নদীতে গোসল করতাম। কিন্তু ও আমাদের এক ঘন্টা আগে নদীতে নামত। আর উঠত এক ঘন্টা পর। ওর জ্বালায় এলাকার লোকজন নদীতে গোসল করতে যেতে পারত না। কারণ যখনই আপনি নদীতে গোসল করতে যাবেন, দেখবেন সাঁতার কাটছেন কৌশিক।’

ছোট্ট কৌশিকের সাঁতার কাটার ধরণও ছিল অন্যরকম। স্রোতের বিপরীতে কিলোমিটারের পর কিলোমিটার সাঁতার কাটতো ছেলেটা। শুধু তাই নয়, আট বার-দশ বার করে নদী পাড়ি দিত কৌশিক। নিজেই চ্যালেঞ্জ নিত। একবার বন্ধু রাজুকে নিয়েই নাকি একবার নয় দুবার নয় আটবার নদীর এপার থেকে ওপাড় পাড়ি দিয়েছেন কৌশিক! সেই দুরন্ত কিশোরটিই আজকের মাশরাফি। যিনি আরেকটি নদী পাড় হওয়ার জন্য লড়ছেন। অবশ্য  সেটি চিত্রা নদী নয়, নির্বাচনের নদী!

 সোনালীনিউজ/আরআইবি/জেডআই