বিসিসিআইকে একহাত নিলেন মিয়াঁদাদ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ১২:৫১ পিএম

ঢাকা : আসন্ন বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কারের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) একহাত নিলেন জাভেদ মিয়াঁদাদ। বিসিসিআইয়ের এই জাতীয় ভাবনাকে শিশুসুলভ ও বোকার মতো বলে চিহ্নিত করেছেন তিনি।

সংবাদসংস্থাকে জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘আইসিসি কোনোভাবেই এমন বোকা বোকা ও শিশুসুলভ প্রস্তাব সমর্থন করবে না। বিসিসিআইয়ের বক্তব্য শুনবেই না আইসিসি। কারণ, আইসিসির সংবিধানেই আয়োজিত ইভেন্টে অংশগ্রহণের অধিকার রয়েছে সদস্যদের।’

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করার ব্যাপারে জনমত ক্রমশ বাড়ছে। সৌরভ গাঙ্গুলী, হরভজন সিংয়ের মতো ক্রিকেটব্যক্তিত্বরা পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পক্ষে মত দিয়েছেন। এই আবহেই খবর ছড়িয়ে পড়েছিল যে পুলওয়ামায় জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কারের দাবি জানাতে চলেছে বিসিসিআই। কিন্তু বোর্ড তা করছে না।

শুক্রবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের নির্দেশে গড়া প্রশাসকদের কমিটি (সিওএ) বৈঠকে বসেছিল। সেখানে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেওয়া হবে বলে জানিয়েছে সিওএ।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই