সিরিয়ায় রুশ বিমান হামলা : নিহত ৪৫

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৬, ১০:৪৫ পিএম

সোনালীনিউজ ডেস্ক

সিরিয়ার রাশিয়ার বিমান হামলায় ৪৩ জন নিহত এবং  আরও দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দেশটির ইদলিব প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

সিরিয়ার সিভিল ডিফেন্সের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, শনিবার মারাত আল-নুমান শহরে রুশ যুদ্ধবিমানের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা ৩৯ বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।