বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের থিম ভিডিও প্রকাশ (ভিডিও)

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৯, ০৫:৫৪ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে নামতে নামতে এখন মালদ্বীপ, নেপাল এমনকি ভুটানেরও নিচে। ছেলেদের জাতীয় দলের এই হতাশাজনক পারফরম্যান্সের মাঝে আলো জ্বালিয়ে রেখেছে লাল সবুজের মেয়েরা। শামসুন্নাহার, মারিয়া, স্বপ্না কিম্বা আখিরা এগিয়ে যাচ্ছে তরতর করে। মেয়েদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে বয়সভিত্তিক নারী আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ২২ এপ্রিল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল। ছয় জাতির এই টুর্নামেন্ট মাঠে-ঘাটে পথে প্রান্তরে ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ নিয়েছে বাফুফে ও স্বত্তাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস। সেই ধারাবাহিকতায় সোমবার (৮ এপ্রিল) বাফুফে ভবনে প্রকাশ করা হলো টুর্নামেন্টের থিম ভিডিও।

ভিডিও চিত্রে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের অবদান তুলে ধরা হয়। দুই মিনিটের ভিডিওটি পরিচালনা করেছেন গাজী শুভ্র।  খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থাপনায় ভিডিওতে ফুটে তোলা হয়েছে বাংলাদেশের নারী ফুটবলারদের অগ্রযাত্রা।

থিম ভিডিও প্রকাশ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা বললেন, ‘এতো সুন্দর একটি কাজের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে। মেয়েদের এখন জেগে উঠার সময় এসেছে। তাদের আরও এগিয়ে যেতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সুযোগটা বেশি। বঙ্গমাতা ফুটবল হলো বড় মঞ্চ।’

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলেন, ‘এটা আমার নতুন এক অভিজ্ঞতা। আমি যখন কাজটুকু করেছি নিজেও অনুপ্রাণিত হয়েছি। আমাদের মেয়েরা মাঠে ফুটবল খেলে দেখিয়ে দিচ্ছে, তারা পারে। তারাও শৃঙ্খল ভাঙতে পারে, প্রতিবন্ধকতা জয় করতে পারে।’

বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন মহি মেয়েদের ফুটবলের সুসময়ের কথা তুলে ধরেন এসময়, ‘মেয়েদের ফুটবলের স্বর্ণযুগ চলছে এখন। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

কে-স্পোর্টসের সিইও ফাহাদ করিম জানিয়েছেন, এই থিম ভিডিও ম্যাচের আগে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে। এই অয়োজন নিয়ে তিনি আরও জানান, ‘ম্যাচের আগে আমাদের নির্ধারিত দুটি টিভিতে ভিডিও চিত্র দেখানো হবে। রেডিওতে হবে ধারাবিবরণী। মাঠেও খেলার আগে দেখানো হবে এই ভিডিও। এছাড়া সামাজিক মাধ্যমেও এর প্রচার হবে। আমরা চাইছি সবার কাছে এই প্রতিযোগিতা তুলে ধরতে।’

ভিডিও:

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ অংশগ্রহণ করছে মঙ্গোলিয়া, লাওস, আরব-আমিরাত, তাজিকিস্তান ও কিরগিজস্তান। প্রতিযোগিতা চলবে ৩ মে পর্যন্ত।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই