বঙ্গমাতা গোল্ডকাপের ট্রফি উন্মোচন করে যা বললেন স্পিকার

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৫:৪২ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই সকাল। সোমবার (২২ এপ্রিল) দুপুর গড়িয়ে বিকালেই প্রথমবারের মতো মাঠে গড়াবে ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ২০১৯’। ২৪ ঘন্টা আগে রোববার ছয় জাতির এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

এদিন দুপরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে প্রথমবারের মতো আয়োজিত ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ-২০১৯’ এর ট্রফি উন্মোচন করা হয়েছে।

ট্রফি উন্মোচনের আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘আমি খুব আনন্দিত যে বঙ্গমাতার নামে মেয়েদের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আরও এগিয়ে যাবে বাংলাদেশের মেয়েরা।’

তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন মহীয়সী নারী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। তিনি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বঙ্গমাতার নামে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন বিশেষভাবে অভিনন্দনযোগ্য। যেহেতু মেয়েদের জন্য এ টুর্নামেন্ট তাই এটা আরও বেশি তাৎপর্য বহন করে।

শিরিন শারমিন চৌধুরী আরও বলেন, ‘আজকে বাংলাদেশের মেয়েরা অনেক দূর অগ্রসর হয়েছে এবং তারা দেশের জন্য সম্মান এবং সুনাম বয়ে আনছেন।’

২২ এপ্রিল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে লাল-সবুজ দল। প্রতিপক্ষ সংযুক্ত আরব-আমিরাত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ কিরগিজস্তান। ‘এ’ গ্রুপে খেলবে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।  গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল

 ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শিদি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম। বাফুফে কার্যনির্বাহী সদস্য অমিত শুভ্রসহ অন্যান্য কর্মকর্তারা।

সোনালীনউজ/ঢাকা/জেডআই