শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার খবরে হতভম্ব তামিম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০৬:৪৪ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রোববার সকালে হোটেল ও গীর্জায় ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৮.৪৫ মিনিটে বিস্ফোরণ ঘটে।। প্রথম বিস্ফোরণটি ঘটে কলম্বোর সেন্ট অ্যান্থনী গীর্জা ও নেগোম্বো শহরের কাটুয়াপিটিয়ায় সেন্ট সেবাস্টিয়ান গীর্জায়।

এরপর আরও চারটি জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে তিনটি হোটেল এবং আর একটি বাট্টিকালোয়া গীর্জায়। এতে প্রায় দুই’শ মানুষ প্রাণ হারিয়েছে। আরও বহু আহত হয়েছে। রাষ্ট্রনায়ক থেকে শুরু করে ক্রিকেটাররা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সবাই শ্রীলঙ্কায় এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন।

মাসখানেক আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। সেই বিভীষিকা এখনও তাড়িয়ে বেড়ায় তামিম ইকবালকে। সেই ঘটনা মুছতে না মুছতেই শ্রীলঙ্কায় আরেকটি সন্ত্রাসী হামলা বাংলাদেশের বাঁহাতি ওপেনারকে ব্যথিত করে তুলেছে।

তামিম সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার খবর শুনে নিজেকে অসাড় মনে হচ্ছিল। এ ধরনের পাশবিক এবং বর্বর ঘটনার কোনও ঠাঁই এই পৃথিবীতে হতে পারে না। এমনকি এগুলো কোনোভাবেই আমাদের চিন্তা এবং মানবিকতায় ঠাঁই নিতে পারে না।’

বিরাট কোহলি টুইট করে লিখেছেন, ‘শ্রীলঙ্কার খবর শুনে আমি স্তম্ভিত। এই ঘটনার প্রভাব যাদের ওপর পড়েছে তাদের জন্য আমার প্রার্থণা।'

ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা লেখেন, ‘শ্রীলঙ্কার মতো সুন্দর দেশের জন্য আমার প্রার্থণা।' ভারতের সাবেক ব্যাটসম্যান  ভিভিএস লক্ষণ বলেন, ‘দুঃখিত শ্রীলঙ্কার খবরে। আমার প্রার্থনা এই কঠিন সময়ে।'

সোনালীনিউজ/আরআইবি/জেডআই