নতুন সংবিধানের পথে শ্রীলংকা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৬, ০৬:৪৯ পিএম

সোনালীনিউজ ডেস্ক

শ্রীলংকায় দেশটির সরকার নতুন সংবিধানের প্রস্তাব করেছে। দেশের শক্তি বৃদ্ধি এবং এথনিক সম্প্রদায় নিয়ে দুশ্চিন্তা তা দূর করতে শনিবার তিনি নতুন সংবিধানের প্রস্তাব করেন।

ক্ষমতা গ্রহনের পর থেকেই নতুন প্রধানমন্ত্রী মাইথ্রিপালা শ্রীসেনা  এবিষয় নিয়ে কাজ করছেন বলে খবরে জানানো হয়েছে।

খবরে আরও জানানো হয়, ২০০৯ সালে দেশটিতে চলা গৃহযুদ্ধের অবসান হয় । আর বিভিন্ন ক্ষুদ্র কমিউনিটির কারনে গৃহযুদ্ধ সংগঠিত হয়  । তাই এ সরকার ক্ষমতায় এসেই এ নিয়ে কাজ শুরু করেছে।

মাহিন্দ্রা রাজা পাকশেকে হারিয়ে ক্ষমতায় আসেন শ্রীসেনা। ক্ষমতায় এসে দেশে গণতান্ত্রিক শক্তি বৃদ্ধি এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় নতুন সংবিধান তৈরির ওয়াদা করেন।

শনিবার জাতীয় সংসদে উপস্থাপিত নথি অনুযায়ী-নতুন সংবিধানে গণতান্ত্রিক অধিকার বৃদ্ধির ওপর জোর দেয়া হয়েছে। এছাড়া, জাতীয় সংহতির প্রচার ও আইনের শাসন সম্মান করে একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর জোর দেয়া হয়েছে। নতুন সংবিধানে মানুষের মর্যাদার আশ্বাস এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হবে।