আমি সমকামী-প্রকাশ্যেই ঘোষণা দিলেন ভারতীয় অ্যাথলেট

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৭:১৪ পিএম

২০১৮ সালের এশিয়া কাপে দুটো রৌপ্য পদক জিতেছেন এই দ্যুতি। ভারতীয় এই স্প্রিন্টার খোলাখুলিই জানিয়ে দিলেন, তিনি একজন সমকামী এবং উড়িষ্যায় তার নিজের শহরেই নারী সঙ্গী খুঁজে পেয়েছেন। ভারতে সমকামিতাকে বৈধতা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

ঐতিহাসিক ওই রায়ের পর সমকামিতাকে আর অপরাধ হিসেবে গণ্য করা হয় না সেদেশে। তারপরও ভারতের কোনো তারকা ক্রীড়াবিদ এতদিন পর্যন্ত নিজেকে সমকামী হিসেবে দাবি করেননি। সেই ধারা ভাঙলেন একশ মিটার দৌড়ে দেশের হয়ে রেকর্ড সৃষ্টিকারী নারী দ্যুতি চাঁদ।

'ইন্ডিয়ান এক্সপ্রেস' পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে দ্যুতি বলেন, ‘আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে আমার হৃদয়-সঙ্গী। আমি বিশ্বাস করি কে কার সাথে জীবন কাটাবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবার রয়েছে। আমি সবসময়ই সমকামী সম্পর্কের অধিকারের পক্ষে কথা বলেছি।’

২৩ বছর বয়সী দ্যুতি চাঁদ নিজেকে সমকামী হিসেবে দাবি করলেও তার নারী সঙ্গীর পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তিনি মনে করেন, এখন যেহেতু তারা বিয়ে করছেন না, তাই তার সঙ্গীর নাম পরিচয় জানিয়ে তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা ঠিক হবে না। ভারতীয় এই স্প্রিন্টার আগামী বছর টোকিও অলিম্পিকস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। আপাতত তার সব ভাবনা এই দুই আসর নিয়েই।

সোনালীনিউজ/এইচএন