দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০৭:৫৪ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপে অত্যন্ত বাজেভাবে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার। উদ্বোধনী ম্যাচেই তাদের স্বাগতিক ইংল্যান্ডের কাছে যাচ্ছেতাইভাবে হারতে হয়েছে। পরের ম্যাচে বাংলাদেশের কাছেও পরাজয় মেনে নিতে হয়েছে। তৃতীয় ম্যাচেও ভারতের সঙ্গেও পেরে উঠেনি দক্ষিণ আফ্রিকা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বৃষ্টি ভেসে নিয়ে গেছে।

শনিবার দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং বেছে নিয়েছে। বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকে রাখতে হলে প্রোটিয়াদের এই ম্যাচ জিততেই হবে। এ প্রতিবেদন লেখার সময় আফগানিস্তান ১১ ওভারে ১ উইকেটে ৫০ রান তুলেছে। ব্যাট করছেন নূর আলী জাদরান ২০ ও রহমত শাহ ১ রান নিয়ে।

কাগিসো রাবাদার বলে আউট হয়ে গেছেন হযরতউল্লাহ জাজাই (২২)। আফগানিস্তানও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বকাপে একটি ম্যাচেও জিততে পারেনি। বিশ্বকাপে টিকে থাকতে হলে তাদের জন্যও এই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই