গলায় আটকে আছে তিন সেন্টিমিটার লম্বা জোঁক!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০১৯, ০৪:৫৭ পিএম

ঢাকা: সাধারণত যেসব লোক মাঠে-ঘাটে সারাদিন কাজের জন্য ব্যস্ত থাকেন তারা পানি পানের সুযোগ পান না ঠিকমতো। তারা অনেক সময়েই মাঠে প্রাকৃতিকভাবে যে পানি পান, তাতেই গলা ভিজিয়ে নেন। প্রচণ্ড রোদে ঘেমে নেয়ে ওই পানিতেই তেষ্টা মেটাতে গিয়েছিলেন মিস ওয়াঙ নামের চীনের এক বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই খুব শ্বাসকষ্টে ভুগছিলেন ওয়াঙ। গলা খুসখুস করছিল তার, কাশি হচ্ছিল বারবার।  এমনকি কাশির সাথে রক্তও পড়ছিল। 

এরপর তিনি স্থানীয় হাসপাতালে গিয়ে ডাক্তারকে জানান, তার মনে হচ্ছে, গলায় কিছু একটা নড়াচড়া করছে।  হাসপাতালের রেসপিরেটরি এণ্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ইয়াও হোঙমেই মিস ওয়াঙকে ব্রঙ্কোস্কপি পরীক্ষা করে দেখার পরামর্শ দেন। গত ২ রা জুলাই ব্রঙ্কোস্কপি করতে যান তিনি। ব্রঙ্কোস্কপিতে দেখা যায়, ওয়াঙের শ্বাসনালীতে কুণ্ডলী পাকিয়ে আটকে তিন সেন্টিমিটার লম্বা একটা জোঁক!

শ্বাসনালীর কাছে গল্টিসে জোঁকটা গুটিয়ে আটকে ছিল। ভোকাল কর্ড যেখানে থাকে ঠিক সেই জায়গা এটা। স্বাভাবিকভাবেই নানা সমস্যা হচ্ছিল ওয়াঙের। ডাক্তাররা ড্রাই আইস দিয়ে প্রথমে জোঁকটাকে অবশ করে নেন। তারপর ওয়াঙের গলার ভিতর থেকে সেটাকে টেনে বের করেন।  পুরো কাজটা করতে প্রায় ৬ মিনিট সময় লাগে। 

ডাক্তাররা বলছেন, আর কয়েকদিন দেরি হলেই জোঁকটা ওয়াঙের সাইনাসে আক্রমণ করতে পারত। এটার ফলাফল মারাত্মক হতে পারত। ক্ষেতে চাষের কাজ করার সময় ওয়াঙ হয়তো মাঠের অপরিশোধিত পানি খেয়ে ফেলেছিলেন। সেই পানিতে হয়তো জোঁকের ডিম বা লার্ভা থাকতে পারে।  তা থেকেই এই বিপত্তি ঘটেছিল বলে মনে করা হচ্ছে। সূত্র : দ্য ওয়াল

সোনালীনিউজ/এইচএন