সুনামির আতঙ্ক নিয়ে ‘ভগবানের দূত’

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৯:২৫ এএম

ঢাকা : জাপানের শিজোকু অঞ্চলের তোয়ামা সমুদ্র সৈকতে কয়েক মিটার লম্বা ওরফিশটি শুক্রবার আটকে যায়। এ নিয়ে চলতি বছরের শুরুতে প্রায় সাতটি ওরফিশ ধরা পড়ল দেশটিতে।

ওরফিশ একটি বিরল প্রজাতির মাছ। জাপানিদের বিশ্বাস- এই মাছটি ভূমিকম্প ও সুনামির বার্তা নিয়ে আসে। তাই সুনামির আতঙ্কে এখন ভুগছে জাপান।

জাপানি ভাষায় এই মাছের নাম ‘রিউগু নো সুকাই’। এর মানে ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত’। তারা মনে করে, সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বংসের বার্তা। আর এ কথার ওপর ভিত্তি করেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে জাপানে।

সোনালীনিউজ/এএস