মুরগীর মাংস বলে খাওয়াচ্ছে মরা কাকের মাংস!

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০, ১০:২১ এএম

মাংসের ভেজাল নিয়ে কত যে কেলেঙ্কারি তা সবারই কম-বেশি জানা আছে। মরা মুরগির মাংস কিংবা ভাগাড়ের মাংস নিয়ে তোলপাড় কম হয়নি। কিন্তু এবার সামনে এলো আরও ভয়ঙ্কর অভিযোগ। মুরগীর মাংসের নামে বিক্রি হচ্ছিল কাকের মাংস। সাংঘাতিক এই ঘটনা চলছিল বেশ কিছু দিন ধরেই।

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতারও করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কাক মেরে তাদের মাংস মুরগীর সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এই অভিযোগে বৃহস্পতিবার দুই জনকে গ্রেফতার করেছে তামিল পুলিশ। তামিলনাড়ুর রামেশ্বরমে চলছিল এই কারবার। অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫০টি মৃত পাখি।

খবরে বলা হয়েছে, রামেশ্বরমে প্রচুর কাক রয়েছে। সম্প্রতি সেখানকার তীর্থযাত্রীরা লক্ষ করেন, নিজেদের পূর্বপুরুষের স্মরণে ভাত খাওয়ালে মৃত্যু হচ্ছে কাকদের। বেশ কিছু কাক মরতে শুরু করে।

তদন্তে গিয়ে দেখা যায়, বিষ মিশিয়ে খাওয়ানো হচ্ছিল কাকদের। সেই মরে যাওয়া কাকের মাংস মুরগীর মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল দোকানে।

সোনালীনিউজ/ঢাকা/এসএস