স্তন দিয়ে ছবি আঁকেন যে নারী (ভিডিও)

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০১৬, ০২:১৭ পিএম

চিত্রকর্ম মানেই রং-তুলি আর ক্যানভাসের গল্প। কিন্তু  মারসি হাগের ক্ষেত্রে বিষয়টি খুবই অদ্ভুত আর অন্যরকম। মার্কিন মুল্লুকের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এ তরুণী নিজের স্তন দিয়ে চিত্রকর্ম তৈরি করেন।

সবার কাছে ‘বুবি পেইন্টার’ নামে পরিচিত এ তরুণী ২০০৬ সালে প্রথম স্তনের সাহায্যে ছবি আঁকা শুরু করেন। গত ১০ বছরে সহস্রাধিক ছবি এঁকেছেন এ শিল্পী, যা নিজের অনলাইন শপে ২৫ থেকে ৪০ হাজার টাকা মূল্যে বিক্রি করে চলছেন, আর ক্রেতার তালিকায় রয়েছেন আমেরিকার বিখ্যাত সেলিব্রেডি রাসেল ব্রান্ড, হুগ হাফনার।

আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, সব মহাদেশেই রয়েছে এই চিত্রসমূহের কদর। আর ছবিগুলো বিক্রি করে যা আয় করেন, তার একটা অংশ মারসি সুসান যে কোমেন ফাউন্ডেশন নামের এক প্রতিষ্ঠানে স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে ব্যয় করেন।

স্তন দিয়ে ছবি আঁকার ক্ষেত্রে নানা ধরনের কৌশল অবলম্বন অবলম্বন করেন এ নারী, যা তার চিত্রকর্মে বৈচিত্র তৈরিতে সহায়তা করে। ছবি আঁকার ক্ষেত্রে মারসি অনুপ্রেরণা হিসেবে জ্যাকসন পোলক আর ভিনসেন্ট ভ্যানগঘকে অন্যতম বলে মনে করেন। সূত্র : ডেইলিমেইল

ভিডিও দেখুন : 

সোনালীনিউজ/ঢাকা/এএম