পুরুষাঙ্গের উৎসবে মুখরিত জাপান

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৬, ০২:৫৯ পিএম

নানান দেশের নানান রীতি। নানান উৎসব। বৈচিত্র, অনন্যতায় প্রত্যেকটাই আলাদা। তেমনি এক উৎসবের নাম কানামারা মাটসুরি। জাপানিরা প্রতি বসন্তে এই উৎসবের আয়োজন করেন, যেখানে ছেলে বুুড়ো কিশোর কিশোরী নারী পুরুষ সহ সকল শ্রেণি পেশার মানুষ হাজির হয়।

কারো হাতে পুরুষাঙ্গের মতো দেখতে আইসক্রিম, কারো হাতে পুরুষাঙ্গ সদৃশ চকলেট। কেউ কেউ বড় আকৃতির প্লাস্টিকের পুরুষাঙ্গ বানিয়ে রাস্তাজুড়ে মিছিল করেন। সাধারণত প্রতি বছর এপ্রিলের প্রথম রবিবার জাপানের কাওয়াসাকিতে এ উৎসব অনুষ্ঠিত হয়।

১৯৭৭ সালে প্রথম এ উৎসবের প্রচলন ঘটে, আর এর পর থেকে এর পরিধি বেড়েই চলেছে। জাপানে ঘুরতে আসতে পর্যটকদের কাছে এ উৎসবের রয়েছে আলাদা কদর। উৎসব আয়োজকরা উৎসবে আয় করা টাকা থেকে এইডস বিষয়ক গবেষণার ব্যয় করেন। 

ভিডিও দেখুন : 

সোনালীনিউজ/ঢাকা/এএম