তলোয়ারের বয়স ২৩০০ বছর!

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৭, ০৩:১৯ পিএম

তলোয়ারটির দুটো পাশই ধারালো। খাপের ভেতরেই ছিল। এখনো যথেষ্ট চকচকে, অথচ এটি ২৩০০ বছরের পুরনো একটি তলোয়ার।

চীনের জিনইয়াং-এ মিলেছে এই তলোয়ারের সন্ধান। শহরের একটি সমাধিস্থলে রক্ষিত ছিল। ব্রোঞ্জের তৈরি সোজা এই তলোয়ারটি সেই সময়ের ‌‌‘ওয়ারিওর স্টেটস’ যুগের চিহ্ন বহন করে। 

নিঃসন্দেহে এটা এক প্রাচীন অমূল্য সম্পদ। বীর সব যোদ্ধাদের সেই ওয়ারিওর স্টেটসের ব্যাপ্তিকাল ছিল খ্রিষ্টপূর্ব ৪৭৫-২২১ অব্দ পর্যন্ত। কুইন সাম্রাজ্যের কোনো বিজয়ী বীরের ছিল তলোয়ারটি।

এটি উদ্ধারের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে দেখা যায়, বিশেষজ্ঞরা অতি সাবধানে খাপ থেকে তলোয়ারটি বের করে দেখাচ্ছেন।

চীনে প্রাচীনকালের যুদ্ধাস্ত্র উদ্ধার এই প্রথম নয়। গানঝুতে এক দল শ্রমিক সম্প্রতি নতুন প্রজাতির ডাইনোসর খুঁজে পেয়েছেন। শ্রমিকরা ডিনামাইট দিয়ে প্রায় ধ্বংসই করে দিয়েছিলেন তা। 

তারা ভেবেছিলেন ওটা মাটি দিয়ে তৈরি কোনো ড্রাগন। সম্প্রতি আবিষ্কৃত এই ডাইনোসরটির ফসিল ৬৬-৭২ মিলিয়ন বছরের পুরনো। সূত্র: ফক্সি নিউজ

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি