কে এই তরুণী?

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ০৭:৩৩ পিএম

ঢাকা: বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন তরুণীর ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ওই তরুণী বিছানার উপরে হাঁটু গেড়ে বসে আছেন। তার তিনটি পা। এই ছবি দেখে ফেসবুকে লাইক, শেয়ার, কমেন্টের ছড়াছড়ি। 

কমেন্ট একজন লিখেছেন, এক জন মানুষের তিনটি পা হওয়া সম্ভব? সেই সঙ্গে এই ছবিটি ফেক, না ফোটোশপ তা নিয়েও চলছে বিতর্ক। তবে, খতিয়ে দেখা গেছে ছবিটি ফোটোশপ নয়। মেয়েটির দু’টি পা। স্কার্টের শেষে দু’টি পা স্পষ্টই দেখা যাচ্ছে। কিন্তু, তৃতীয় পা বলে যেটাকে মনে করা হচ্ছে, সেটা আসলে একটি ফ্লাওয়ার ভাস। মাটির রঙের এই ফ্লাওয়ার ভাসটিকে মেয়েটি এমনভাবে ধরে ছবিটি তুলেছে, যে মনে হচ্ছে মেয়েটির তিনটি পা।

বিশেষঞ্জদের মতে, এটা আসলে ‘অপটিক্যাল ইলিউশন’। অনেক সময়ে ক্যামেরার লেন্সে বিভিন্ন জিনিস অন্য রঙের সঙ্গে মিশে যায়। এ ক্ষেত্রেও ফ্লাওয়ার ভাসের মাথা মেয়েটির স্কার্টের রঙে চাপা পড়েছে। 

তবে মেয়েটি কোন দেশের? কি করেন? এসব তথ্য জানা যায়নি।

সোনালী নিউজ ডটকম/ঢাকা/এআই