সামনে বিয়ে, তাই পরীক্ষায় পাস করাতে ছাত্রীর আর্জি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০১৭, ০২:৩৯ পিএম

‘স্যার ম্যয় এক লড়কি হুঁ! মেরি শাদি ২৮ জুন কো হ্যয়, মুঝে পাস কর দে না! নেহি তো ঘর বালে গুসসে মে রেহেঙ্গে!’- প্রশ্নের উত্তরের পরিবর্তে বোর্ড পরীক্ষার খাতায় তাই লিখেছে ভারতের উত্তরপ্রদেশের এক ছাত্রী। 

পরীক্ষার খাতায় অবশ্য এই ধরনের অনুরোধ নতুন কিছু নয়। এর আগেও বহুবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় এমনটা ঘটেছে। পাস করিয়ে দেওয়ার আর্জিতে কোথাও লেখা থাকে বিয়ে ভেঙে যাওয়ার কথা, আবার কেউ লেখে চাকরি না পাওয়ার আশঙ্কার কথা। কেউ কেউ তো আবার পরীক্ষার খাতার সঙ্গে ৫০-১০০ টাকার নোট পর্যন্ত গুঁজে দেয়। 

লক্ষ্মৌর জেলা স্কুল পরিদর্শক মহেশকুমার সিংহ জানান, উত্তরপ্রদেশে এই সমস্যাটা একটু বেশিই। তবে এ বারের আর্জিটা একটু আলাদা। পরীক্ষার খাতায় কাতর আর্জি- সামনেই বিয়ে, পাস করিয়ে দিন না স্যার...। তবে এ ধরনের ছলচাতুরিতে কোনো কাজ হয় না। শিক্ষকরা পেশাদার, তাদের কাজই খুঁটিয়ে পরীক্ষার খাতা দেখা। এ ধরনের কাজকে কখনোই উৎসাহ দেয়া উচিত নয়।