পুলিশ দিল পোশাক, চাকরি পেল চোর

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ০৫:৫০ পিএম

ঢাকা: চোর ধরা পড়লে পুলিশ গ্রেপ্তার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু চোরকে গ্রেপ্তার না করে উল্টো পুলিশ তাকে পোশাক কিনে দিবে, এটা শুনতে অবাক লাগারই কথা।  শুধু তাই নয় পুলিশের দেয়া ওই পোশাক পরে যদি চোর চাকরি পায়, তাহলে বিষটা কেমন হয়? অথচ এমন ঘটনাই ঘটিয়েছে কানাডা পুলিশ।

জানা গেছে, কানাডার শহর টরন্টোতে ওয়ালমার্ট সুপারস্টোরের এক দোকানে কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ে এক তরুণ। খবর পেয়ে পুলিশ ওই তরুণকে আটক করতে আসে। পুলিশ ঘটনাটি তদন্ত করতে আসামির সঙ্গে কথা বলতে গেলে তার খুব মায়া হয়। তিনি ওই তরুণকে গ্রেপ্তার না করে নিজের টাকায় পোশাক কিনে দেন।

কনস্টেবল নিরান জয়ানেসান এখন জানাচ্ছেন, ইন্টারভিউর জন্য নতুন পোশাক চুরি করতে গিয়েছিল তরুণ। তাই নিজেই তাকে পোশাক কিনে দেন। তার কেনা পোশাক পরে ওই তরুণ চাকরির ইন্টারভিউ দিয়েছেন এবং চাকরিটি পেয়ে গেছেন।

তিনি আরও জানান, বেকার তরুণ এক কঠিন সময়ে পার করছিল। বাড়িতে বাবা অসুস্থ। পরিবারের ছিল না কোনো রোজগার। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেএ