১৬ বছর একই দেহে দুই বোন! (ভিডিও)

  • বিচিত্র ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৭, ১২:২২ পিএম

ঢাকা: এই দুই কিশোরী অন্য সমবয়সী কিশোরীর মতোই হোমটাস্ক করতে চায়, বন্ধুদের সঙ্গে মিশতে চায়, আড্ডা দিতে চায়। এমনিতে তাদের ভাবনা-চিন্তা বা কাজকর্ম মোটেই তেমন ব্যতিক্রমী নয়। ব্যতিক্রম শুধু তাদের শরীরে। কারমেন আর লুপিতা কনজয়েনড টুইনস বা সংযুক্ত যমজ। চার বছর বয়সে তারা হাঁটতে শেখে।

এরপর থেকে গত ১২ বছর তারা কদম কদম এগিয়েছে। বুঝতে শিখেছে জীবনের মানে! মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের দুই বোন কারমেন আর লুপিতা এক দেহে ১৬ বছর ধরে জীবন যাপন করে আসছেন!

জানা যায়, জন্মের পরেই ডাক্তাররা তাদের আলাদা করতে চেয়েছিলেন। কিন্তু এতে বিপদের সম্ভাবনা ছিল বলে করা হয়ে ওঠেনি। কারমেন আর লুপিতার একটি করে হৃদপিণ্ড, দুটি করে হাত, একটি করে ফুসফুস থাকলেও তাদের পাঁজরের খাঁচা থেকে শরীরের বাকি অংশ কমন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর