সাপের মণি বের করার ভয়ানক ভিডিও দেখুন

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৮, ১০:০৯ এএম

ঢাকা: আগে বয়স্ক মানুষের কাছে শোনা যেত সাপের মণির কিচ্ছা কাহিনী বা গল্প। অথবা সিনেমাই দেখা যেত সাপের মণি কেড়ে নিতে গিয়ে অনেকেরই জীবন দিয়ে দিতে হয়েছে।

এছাড়া এই মণি অনেক দামি এবং এটা পেলে অনেক তাকার মালিক হওয়া যাবে। এরকম অনেক কিছুই আগে দেখেছি কিন্তু আসলেই কি সাপের মণি আছে?

মূলত সাপের মাথায় কোন পাথর বা মণি প্রাকৃতিক ভাবে থাকে না বা তৈরি হয় না। সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয় এবং গ্রন্থি থেকে বিষ দাঁতে প্রবাহিত হয়।

কখনো কখনো বিষ দাঁতের মধ্য দিয়ে অতিরিক্ত হারে বেরিয়ে আসে। এই ঘটনা ঘটে সাপের দাঁতে সমস্যার কারণে দীর্ঘ সময় বিষ আটকে জমা হওয়ার ফলে। এক সময় এসে এই বিষ ছিটকে বেরিয়ে আসে এবং কোনও কোনও সময় এই বিষ ছিটকে তাদের মাথায় লেগে শুকিয়ে স্ফটিকাকার ধারণ করে। তখন এটাকেই বলা হয় ‘সাপের মণি’। এই ঘটনাটি প্রকৃতিতে খুবই দুর্লভ।


সোনালীনিউজ/ঢাকা/আকন