মানুষের মরদেহ পচিয়ে সার তৈরির অনুমোদন!

  • বিচিত্র সংবাদ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৯, ০৬:৫৩ পিএম

ঢাকা: মানুষের মরদেহ থেকে সার বানানোর বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রদেশ। বিলটি এখন গভর্নরের সিলমোহরের অপেক্ষায় রয়েছে। গর্ভনর জে ইন্সলি বিলটিতে সই করে দিলে ২০২০ সালের ১ মে থেকে এই আইন চালু হবে।

মানুষের মৃত্যুর পর সাধারণ পদ্ধতিতে শেষকৃত্যের পরিবর্তে ‘লিকুইড ক্রিমেশন’-এর বা ‘ন্যাচারাল অর্গানিক রিডাকশন’ পদ্ধতির মাধ্যমে যে দেহাবশেষ পাওয়া যায় তা দিয়ে তৈরি করা যায় উৎকৃষ্ট কম্পোস্ট সার।

যুক্তরাষ্ট্রে ‘ন্যাচারাল অর্গানিক রিডাকশন’ দাহ কেন্দ্রের প্রতিষ্ঠা করেন সিয়াটলের বাসিন্দা ক্যাটরিনা স্পেড। কয়েক দশক ধরে তিনি এটিকে অনুমোদনের জন্য চেষ্টা করছেন।

সাত বছর আগে তিনি মানুষের দেহ পচিয়ে সার তৈরির কাজ শুরু করেন ক্যাটরিনা। ইতিমধ্যেই ৬টি দেহের ওপর এই পদ্ধতি পরীক্ষা করে দেখা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম