• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ


জয়পুরহাট প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২০, ১০:৫৯ এএম
উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সংগৃহীত ছবি

জয়পুরহাট: জয়পুরহাটের পুরানপৈল রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ১১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জয়পুরহাট ডিসি শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে।

এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আরও একজন মারা যান। আহত হন ১০ জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।  

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!